২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৯:৪৯ অপরাহ্ন


ঘুরতে গিয়ে নিহত সেই ১১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২২
ঘুরতে গিয়ে নিহত সেই ১১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর ঘুরতে গিয়ে নিহত সেই ১১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর


মিরসরাইয়ে খৈয়াছড়া ঘুরতে গিয়ে নিহত ১১ জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার রাতে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করে রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে আমরা হস্তান্তর করেছি।

নিহত ১১ জন হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার ‘আর অ্যান্ড জে’ নামে একটি কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক।  শুক্রবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, উপজেলার আজিম সাবরেজিস্ট্রার বাড়ির হাজি মো. ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩)।

তাছাড়াও মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।