বরিশালের বাগেরগঞ্জে বাসচাপায় অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।
বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশার-কুয়াকাটা মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে মিনি বাসটি বরিশাল যাচ্ছিল। পথে ভৈরবপাশা এলাকা ওই বাসটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে আটজন। এদের মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
রাজশাহীর সময়/এ