২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৫৫:৪১ পূর্বাহ্ন


সৌদিতে পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৪৮৬২ হাজি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২২
সৌদিতে পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৪৮৬২ হাজি সৌদিতে পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৪৮৬২ হাজি


সৌদিতে পবিত্র হজ পালন শেষে গত ছয়দিন দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন থেকে জানা যায়, চলতি বছরের এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

এদিকে পবিত্র হজ শেষে গত ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে হজের ফিরতি ফ্লাইট।