সিলেট সদর উপজেলার জালালাবাদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক বিষয়টি নিশ্চিত করেন।
মৃতরা হলেন- পুরান কালারুকা গ্রামের মৃত ছইদ উল্লাহর ছেলে শিরাজ উদ্দীন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওসাদ মিয়া। আহতরা হলেন- মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান,গতকাল রাত ১২টার দিকে নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন তারা। এ সময় বজ্রপাতে দুইজন মারা যান এবং আহত হন আরও দুইজন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহীর সময়/এএইচ