২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:৪৭:৫৬ পূর্বাহ্ন


বাঁশখালী দেশীয় পিস্তল তিনটি ওয়ান শুটার গান ও ৮ গুলিসহ গ্রেফতার -২
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২২
বাঁশখালী দেশীয় পিস্তল তিনটি ওয়ান শুটার গান ও ৮ গুলিসহ গ্রেফতার -২ বাঁশখালী দেশীয় পিস্তল তিনটি ওয়ান শুটার গান ও ৮ গুলিসহ গ্রেফতার -২


দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান ও ৮রাউন্ড গুলিসহ দুইজনকে বাঁশখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব -৭

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজিযোগে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালীর উদ্দেশ্যে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত (৫ জুলাই) দুপুর পৌনে ১টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন শিবদাম মার্কেট এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এ সময় একটি সিএনজি হতে আসামী মোঃ মহিউদ্দিন (১৯), পিতা- কবির আহম্মদ, সাং- বাদালিয়া, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম এবং মোঃ মিরাজ উদ্দিন (২৮), পিতা- মৃত আজগর আলী, সাং- সরল, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করে। এ সময় আটককৃতদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে দেশীয় তৈরী ১টি পিস্তল, ৩টি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত অস্ত্রসমূহ দিয়ে তারা মাদকদ্রব্য কেনা বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাসানো এবং এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করত।  

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।