জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা–৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সাভারের কবিরপুর বাগান বাড়ি থেকে বিপন্ন প্রজাতির তিনটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর মুখপোড়া হনুমান তিনটি প্রতিপালন ও সংরক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় নিয়ে সতর্ক করেন।
এ ঘটনায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনে কাজী ফিরোজ রশীদের বক্তব্য প্রকাশিত হয়। তিনি বলেছেন, 'এগুলো (বন্যপ্রাণী) যারা ধরে (শিকার) তারা বাচ্চা অবস্থায় আমাদের দেয়, আমরা পালি। আমার কাছে বানর আছে, উটপাখি আছে। বিশাল চিড়িয়াখানা এটা।'
মুখপোড়া হনুমানের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসায় এখন বিপন্ন তালিকাভুক্ত প্রাণীটি।
দেশের সাতছড়ি, লাউয়াছড়াসহ কিছু পাহাড়ি এলাকায় প্রাণীটি দেখতে পাওয়া যায়।