২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:৩৬:১৪ পূর্বাহ্ন


পিরোজপুরে মাদ্রাসার আয়াকে ধর্ষণচেষ্টায় অধ্যক্ষ আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
পিরোজপুরে মাদ্রাসার আয়াকে ধর্ষণচেষ্টায় অধ্যক্ষ আটক ফাইল ফটো


পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মাদ্রাসার আয়াকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ ইদ্রিশ আলী সিকদারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ইদ্রিশ আলী সিকদার মঠবাড়ীয়া উপজেলার ছোট শৌলা গ্রামে মৃত হাশেম আলী সিকদারের ছেলে।

এ ঘটনায় আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়া ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আয়া জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে মাদ্রাসা ছুটির পর শিক্ষক মিলনায়তনে তিনি দরজা-জানালা বন্ধ করছিলেন। এ সময় অধ্যক্ষ ইদ্রিশ আলী সিকদার তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণচেষ্টা চালান। তার (আয়ার) চিৎকারে মাদ্রাসার নৈশ প্রহরী আল আমিন খন্দকার ও পরিচ্ছন্ন কর্মী নাঈম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি রক্ষা পান। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এর আগে এলাকাবাসী অধ্যক্ষকে আটকে রাখেন।

আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ, মো. শহিদুল ইসলাম, আবুল কালাম ফৌজদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. জাকির হোসেন, নৈশ প্রহরী মো.আল আমিন জানান, ২০২১ সনের ২৯ মার্চ অধ্যক্ষ ইদ্রিশ আলী এ মাদ্রাসায় যোগদান করেন। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।

ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, সোমবার ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়। এ ছাড়া ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজশাহীর সময়/এএইচ