২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:২৯:০৬ পূর্বাহ্ন


ত্রাণ নিয়ে সুনামগঞ্জের হাওড়েও নৌবাহিনী
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
ত্রাণ নিয়ে সুনামগঞ্জের হাওড়েও নৌবাহিনী সুনামগঞ্জের হাওড়েও ত্রাণ নিয়ে নৌবাহিনী


সুনামগঞ্জের হাওড় এলাকার বাড়ি বাড়ি ঘুরে শুকনো খাবার বিতরণ করেছেন নৌবাহিনীর সদস্যরা।

ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। পানিবন্দি এসব মানুষের মাঝে খাবার আর সুপেয় পানির তীব্র সংকট। এমন অবস্থায় বন্যার্ত মানুষের মাঝে ৮টি জাহাজে করে খাবার ও বোতলজাত পানি বিতরণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২২ জুন) সকাল থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ত্রাণ নিয়ে হাজির হয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অনির্বাণ ফাউন্ডেশন। 

ট্রলারে ঘুরে ঘুরে আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ পৌঁছে দেন সংগঠনটির এক ঝাঁক তরুণ কর্মী। এ সময় দেড়শতাধিক পরিবারকে শুকনো খাবার পৌঁছে দেয়া হয়।

খাদ্যসহায়তার মধ্যে ছিল চাল, ডাল, বিস্কুট, মুড়ি, খেজুর, স্যালাইন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দুঃসময়ে ত্রাণ পেয়ে খুশি দুর্গতরা।

ত্রাণ বিতরণে অংশ নেন সংগঠনটির চেয়ারম্যান ফাহমিদ বীন কবির, সাধারণ সম্পাদক আরাফাত উল-হক লিমন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলে এলাহি, ইমন তারেক ও রাজীব হোসেনসহ অন্য সদস্যরা।