২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:০১:৩৯ অপরাহ্ন


ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২ ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, মৃত ২


বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে দুধের গাড়ির সঙ্গে স্করপিও গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫জন। জয়পুর থানার জয়পুর শুকনো পুকুরের কাছে এ ঘটনা ঘটে।

দুই মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, দুটি গাড়িই বিষ্ণুপুরের দিকে থেকে জয়পুরের দিকে আসছিল। সামনে আমূল দুধের গাড়িটি ছিল। আচমকাই পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি দুধের গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে দুই মহিলার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, সামনের দিকে লরিটি ছিল। পেছনে ছিল স্করপিও গাড়িটি। গাড়িটি ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। সেথানে দুজনের মৃত্যু হয়।  তারাপদ গড়াই নামে অপর এক বাসিন্দা বলেন, ভয়াবহ দুর্ঘটনা। দুধের গাড়ির পেছনে এসে মেরে দিয়েছে অপর গাড়িটি।

দুর্ঘটনার পরে ট্রাকটি গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এদিকে ওই দুই মহিলার মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাদের। পুলিশ লাশ দুটিকে উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদা রঙের স্করপিও গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ভেতরে থাকা গাড়ির আরোহীদের অবস্থাও আশঙ্কাজনক।

রাজশাহীর সময় / জি আর