চাঁদপুরে ফরিদগঞ্জে নিজ ঘর থেকে ফরিদ ভূঁইয়া নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কাউনিয়া গ্রামে বসতঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া। শুক্রবার রাতে বাড়ির লোকজন ফরিদ ভূঁইয়ার কোনো খোঁজ না পেয়ে তার বসতঘরে যান। এসময় খোলা জানালা দিয়ে দেখেন বিছানার ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। পরে ঘটনাটি পুলিশে জানানো হয়।
নিহতের বড়বোন জেসমিন আক্তার বলেন, ‘দুই ভাই, দুই বোনের মধ্যে ফরিদ ভূঁইয়া ছিলেন সবার ছোট। তার বাবা ও মা অনেক আগেই মারা গেছেন। দুই বোনের বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতেই থাকেন তারা। আর ফরিদ ভূঁইয়ার বড়ভাই দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন।
তিনি বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারও বিরোধ ছিল না। যারাই তার ভাইকে হত্যা করেছে তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি।
এলাকাবাসী জানান, নিরব স্বভাবের ছিলেন ফরিদ ভূঁইয়া। তার সঙ্গে কারো বিরোধও চোখে পড়েনি তাদের।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায় জানান, গলাকাটা লাশটি শোবার ঘরের বিছানার ওপর পড়েছিল। মৃত্যুর ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
রাজশাহীর সময় / এম আর