চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী শখের বানু মোক্তারপুর গ্রামের বাচের আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যায় বাড়ির তৃতীয় তলার ছাদে শুকানো ভুট্টা তুলতে যায় শখের বানু। এ সময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শখের বানু।
ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, শখের বানুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজশাহীর সময় / এম আর