২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৪২:১৫ অপরাহ্ন


শিশুকে ড্রেনে ফেলে দিলেন গৃহকর্মী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২২
শিশুকে ড্রেনে ফেলে দিলেন গৃহকর্মী ফাইল ফটো


মুন্সিগঞ্জে ফাতেমা নামের ৫ মাস বয়সী শিশুকে চুরি করে ড্রেনে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিবার তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামে এ ঘটে।

স্থানীয়রা জানান, নাহাপাড়া এলাকার সাকিব খান দিপুর কন্যাশিশু ফাতেমাকে গৃহকর্মী সুরমা (১৪) কাছে রেখে শিশুটির মা ঘরের বাইরে কাজ করছিলেন। এ সুযোগে সুরমা শিশুটির মুখ বেঁধে বাড়ির পাশের মুরগি খামারের ড্রেনে ফেলে দেয়। সুরমা এ বাড়িতে তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করছেন।

ফাতেমার মা সুমি আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহকর্মী সুরমা তিন বছর ধরে আমার বাসায় কাজ করে। তার বাবার বাড়ি ময়মনসিংহ জেলায়। সে এমন ন্যক্কারজনক কাজ করবে, আমরা ভাবতেও পারিনি। আমার মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এ ঘটনার পর গৃহকর্মী সুরমাকে স্থানীয়রা আটক করে তার পরিবারকে খবর দিয়েছে।

এ ব্যাপারে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন এমরান বলেন, গতকাল আমাদের ইউনিয়ন পরিষদে ওই গৃহকর্মীকে নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ তাকে এক গ্রাম্য পুলিশের পাহারায় রেখে গেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

রাজশাহীর সময়/এএইচ