০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৫১:০১ অপরাহ্ন


‘শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা’ সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৪
‘শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা’ সেই যুবলীগ নেতা গ্রেপ্তার ‘শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা’ সেই যুবলীগ নেতা গ্রেপ্তার


‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে’ ভাইরাল হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সেই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে শুক্রবার ভোরে নওগাঁর মান্দা উপজেলার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।

তিনি বলেন, বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠায়।

রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কিন্তু রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়নি।

রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।

মামলার বরাতে পুলিশ জানায়, ৩ অগাস্ট গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।

এ ছাড়া এর মধ্যে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে জাহাঙ্গীরের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানায় পুলিশ।