০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৯:৫১ অপরাহ্ন


চারঘাটে এইচপিভি টিকাদান কর্মসূচীর লক্ষ্যমাত্রা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
চারঘাটে এইচপিভি টিকাদান কর্মসূচীর লক্ষ্যমাত্রা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে এইচপিভি টিকাদান কর্মসূচীর লক্ষ্যমাত্রা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


রাজশাহীর চারঘাটে এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে বুধবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান। এছাড়া অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভিন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম,চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন, এমটি(ইপিআই), মনিমুল হক মিলন এমটি(ইপিআই), চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 ডাঃ আশিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেনি ছাত্রী ও বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ এক ডোজ এইচপিভি টিকার লক্ষ্যমাত্রা ৯হাজার ৯শ ৫৩জন,তবে আর্জন হয়েছে ৯ হাজার ৩৭ জন টিকা নেয়। বাকি ছাত্রীদেও টিকা প্রদানের জন্য সচেতনতা বৃদ্ধি ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।