০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪০:২৯ অপরাহ্ন


আরাধ্যাকে নিয়ে কেন কৌতূহলী হয়ে পড়লেন নিমরত!
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
আরাধ্যাকে নিয়ে কেন কৌতূহলী হয়ে পড়লেন নিমরত! আরাধ্যাকে নিয়ে কেন কৌতূহলী হয়ে পড়লেন নিমরত!


‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বর্যার। সমাজমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে গুঞ্জন। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে সমাজমাধ্যমে। ক্রমাগত ঐশ্বর্যার সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে। তবে নিমরত এক সময় আরাধ্যাকে নিয়ে বেশ কৌতূহলী ছিলেন।

'দসভি' ছবির প্রচারের সময় অভিষেকের কাছে আরাধ্যাকে নিয়ে প্রশ্ন করেন নিমরত। তিনি জানতে চান, আরাধ্যার স্কুলের কাজ কে তত্ত্বাবধান করেন? পাশপাশি, নিমরত অভিষেককে বলেন, ‘‘তুমি নিশ্চয়ই ওকে বিরক্তই করো।’’ অভিষেক জানান, মেয়েকে মোটামুটি দুই-তিন সপ্তাহ অন্তর হোমওয়ার্ক করান তিনি। তবে এ ব্যাপারে তিনি কৃতজ্ঞ স্ত্রী ঐশ্বর্যার কাছে। অভিযেক বলেন, ‘‘ ঐশ্বর্যা একজন দুর্দান্ত মা। ও আরাধ্যার যে ভাবে দেখাশোনা করে, তা কল্পনা করা যায়। অসীম ধৈর্য ওর। ঐশ্বর্যা ছিল বলেই আমি আমার কাজটা করতে পারি।’’

নিমরতের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার মাঝেই বি-টাউনে নতুন গুঞ্জন, ঐশ্বর্যা ও অভিষেক নাকি মণিরত্নমের ছবিতে জুটি বাঁধছেন। এই গুঞ্জন নতুন করে তাঁদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।