০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৩:৪৩ অপরাহ্ন


রাণীনগরে একমঞ্চে দাঁড়িয়ে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্বদ্বী প্রার্থী
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৪
রাণীনগরে একমঞ্চে দাঁড়িয়ে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্বদ্বী প্রার্থী রাণীনগরে একমঞ্চে দাঁড়িয়ে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্বদ্বী প্রার্থী


নওগাঁর রাণীনগরে এক মঞ্চে দাঁড়িয়ে ভোটারদের কাছে একে একে ভোট চাইলেন বিএনপির প্রতিদ্বদ্বী প্রার্থীরা। আসন্ন রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রতিদ্ব›দ্বী ১০জন প্রার্থী সোমবার বিকেলে আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ভোট চান প্রার্থীরা।দলের মধ্যে শৃংখলা ও পরস্পর সর্ম্পক বজায় রাখতে এমন আয়োজনের কথা জানান দলটির নেতা-কর্মীরা।

কালীগ্রাম ইউনিয়ন এবং একডালা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী ভোটরদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড:আব্দুল খালেক। আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির সদস্য কাজী মো: রবিউল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী এসএম আল ফারুক জেমস্,আলহাজ্ব এছাহক আলী,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসারব হোসেন,একেএম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত হোসেন,মেজবাউল হক লিটন,মতিউর রহমান উজ্জল,শহিদুজ্জামান আকন্দ ও কাজী সাহাবুল ইসলাম। সভায় প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা নিজ নিজ যোগ্যতার কথা তুলে ধরে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এছাড়া অন্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী,একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১০বছর পর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৬অক্টোবর অনুষ্ঠিত হবে। সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে ৮টি ইউনিয়নের মোট ৫৬৮জন ভোটার ভোট প্রদান করবেন। তফশীল ঘোষনার পর প্রতীক বরাদ্দ শেষে ভোট চাইতে মাঠে নামেন প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা।