২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৮:৫৮:৩৭ অপরাহ্ন


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২২
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু ফাইল ফটো


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলো- মা ঝুমা সরকার (৩৫) ও ছেলে দ্বীপ সরকার (২)। আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলার তেলিয়া নতুন পাড়া গ্রামে এঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- দুপুরে বিদ্যুৎ না থাকার কারণে মা ঝুমা সরকার তার ছেলে দ্বীপ সরকারকে গোসল করানোর জন্য নিজবসত বাড়ির পাশে অবস্থিত টিউবওয়েলে নিয়ে যান। ওই সময় বিদ্যুৎ চলে আসে। তখন বিকট শব্দ হয়ে পাশের বৈদুতিক খুটি থেকে তার ছিড়ে মা ও ছেলে ওপর পড়ে। এঘটনায় মা ঝুমা সরকার ও ছেলে দ্বীপ সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করে। এঘটনায় মেয়ে পুজা সরকার (৭) আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন- মৃত মা ও ছেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রাজশাহীর সময়/এএইচ