১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০১:৫৭:১৭ অপরাহ্ন


আর 'সিঙ্গল' নন, প্রেম করছেন মধুমিতা
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৪
আর 'সিঙ্গল' নন, প্রেম করছেন মধুমিতা ছবি: সংগৃহীত


মাত্র ১৮ বছর পেরোতে না পেরোতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। গত ৫ বছর ধরে টলিপাড়ার অন্যতম সিঙ্গল অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ সালে পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ডিভোর্স হয় তাঁর। তার পর কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জন শোনা যায়নি মধুমিতার সম্পর্কে।

তবে এবছর দুর্গাপুজোয় জীবনের নতুন অধ্যায় সূচনার কথা জানালেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্রেম করছেন মধুমিতা সরকার।

পুজোয় বাঙালির প্রেম পরিণতি পায় এমন দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে। সেই পথেই হাঁটলেন মধুমিতা। মহাসপ্তমীর মধ্যরাতে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। মধুমিতার হাতের উপর আরেকটি হাত। লিখলেন, 'নতুন শুরু'।

আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে সেই প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী। মধুমিতার পরনে রয়েছে কালো শাড়ি। তাঁর সঙ্গে রংমিলান্তি করে কালো শার্ট পরিহিত প্রেমিক। জানা গিয়েছে, তাঁর নাম দেবমাল্য চক্রবর্তী।

এপ্রসঙ্গে মধুমিতা বলেছেন, 'প্রেম করছি, তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।' তাহলে কি শীঘ্রই চার হাত এক হচ্ছে? সে নিয়ে মধুমিতার বক্তব্য়, 'সবে প্রেমের শুরু হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।'

জানা গিয়েছে, বিনোদন জগতের কেউ নন তাঁর প্রেমিক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে ফলো করেন। সেটা কেন, তার উত্তরে মধুমিতার জবাব, 'সে কী করে, সেটা এখন একটু চাপাই থাক।'