পারিবারিক কলহের জেরে দুলাভাইয়ের মারধরে এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের মোদকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাহবুবুল আলম পালিয়ে গেছে।
কলেজছাত্রী রোখসানা আক্তার (১৭) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি করিমগঞ্জ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, মোদকপাড়া এলাকার বাসিন্দা ও করিমগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী মাহবুবুল আলম ওমরের (৩৫) সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয় গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে হাওয়া আক্তারের। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান হাওয়া আক্তার।
বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে ছোট বোন রোখসানাকে নিয়ে বাড়ি ফিরছিলেন হাওয়া আক্তার। এ সময় রাস্তায় স্ত্রী ও শ্যালিকার সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে শ্যালিকা রোকসানাকে মারধর করেন ওমর। এ ঘটনার পর নিজের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রোকসানা।
পরিবারের লোকজন তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, মেয়েটির গলা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
রাজশাহীর সময় / এম আর