২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫৯:৩৩ অপরাহ্ন


পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ দুই শিশুসহ ৩জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৪
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ দুই শিশুসহ ৩জনের মৃত্যু ফাইল ফটো


ভয়াবহ বিস্ফোরণে দুই শিশু সহ তিনজনের মৃত্যু। পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার প্রধান বাজারে শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু ও এক মহিলার মৃত্যু হয়।

এছাড়াও দুই পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। পিশিন সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কর্তৃক প্রকাশিত হতাহতের তালিকা উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ডন' তার সংবাদে বলেছে যে, পিশিন জেলার সুরখাব চকের কাছে প্রধান বাজারে বিস্ফোরণটি ঘটে, যাতে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায় ও ১৪ জন আহত হয়।

হাসপাতালের প্রকাশিত তালিকা অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে কোয়েটা ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে, যেখানে একজন মহিলা মারা যান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর হামলা বেড়েছে।

পিশিন সিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'মোটর সাইকেলে বিস্ফোরক রাখা ছিল বলে মনে হচ্ছে।' এ ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ওই আধিকারিক বলেন, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং বোমা নিষ্ক্রিয়কারী দল তদন্তের জন্য প্রমাণ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছায়। সরকারি সম্প্রচারকারী 'পিটিভি নিউজ'-এর খবর অনুযায়ী, পিশিনের জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ লাইনের কাছে ঘটে যাওয়া বিস্ফোরণের শিকার অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন এবং মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এমন বিরোধীদের প্রতি কোনও ধরনের নমনীয়তা দেখানো হবে না।'