২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:০৩:০১ অপরাহ্ন


৪০ জন যাত্রী নিয়ে নেপালের নদীতে পড়ল বাস, মৃত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৪
৪০ জন যাত্রী নিয়ে নেপালের নদীতে পড়ল বাস, মৃত ১৪ ছবি: সংগৃহীত


৪০ জন যাত্রীকে নিয়ে নেপালের নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। বাসে থাকা প্রত্যেকেই ভারতীয় বলে জানা যাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৬ জনকে। আহতদের সবাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেশ কয়েক আঘাত যথেষ্ট উদ্বেগজনক বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এখনও পর্যন্ত ১০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন নেপাল পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের বিশাল একটি উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থল সম্পূর্ণ ভাবে ঘিরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৪০ জন যাত্রীকে বাসটি কাঠমান্ডু যাচ্ছিল। আর সেই সময় হঠাত করেই তুনহুন জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। কীভাবে বাসটি নদীতে পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, ঘটনার সময় ব্যাপক স্রোত ছিল নদীতে। আর সেই স্রোতেই বেশ কয়েকজন ভেসে যেতে পারে বলে আশঙ্কা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুনহুন জেলার পুলিশ।

জেলা পুলিশের ডিএসপিউ দীপক কুমার রায়া জানিয়েছেন, বাসটির নম্বর UP FT 7623। অর্থাৎ উত্তরপ্রদেশের। ইতিমধ্যে সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত এবং মৃতদের পরিচয় এভং অন্যান্য তথ্য তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কীভাবে বাসটি নদীতে পড়ল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে নেপাল পুলিশের অনুমান, সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি নদীতে পড়ে যেতে পারে।

অন্যদিকে জানা যাচ্ছে, ঘটনার পরেই নেপাল যাচ্ছেন উত্তরপ্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা।