২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:৩২:৩১ পূর্বাহ্ন


বিশ্বের সবচেয়ে বড় সদর দরজা মসজিদুল হারামে
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৪
বিশ্বের সবচেয়ে বড় সদর দরজা মসজিদুল হারামে ছবি: সংগৃহীত


মুসলিমদের প্রধান পবিত্রতম স্থান সউদী আরবের মসজিদুল হারামের 'কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ গেট' বিশ্বের সবচেয়ে বড় ও লম্বা হিসেবে ঘোষণা দিয়েছে হারামাইন শরিফাইনের জেনারেল অথরিটি। সউদী আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'এসপিএ' মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে লেখা হয়, মসজিদুল হারামের 'কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ গেট' মসজিদুল হারামের সবচেয়ে লম্বা আর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সদর দরোজা। প্রতিবেদনে আরও জানা যায়, মসজিদুল হারামের মোট ২১০টি দরোজার মধ্যে 'কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ' ১০০ নম্বর দরোজা। এটি ১৩.৩ মিটার উঁচু, ৭.৭ মিটার চওড়া। ১৪ টন ওজন।

এ সদর দরোজা আধুনিক স্থাপত্য নকশা ও ইসলামিক আলংকারিক শিল্পকলার মাধ্যমে তৈরি করা হয়েছে। বিশাল গেটটিতে তিনটি বাহ্যিক ও তিনটি অভ্যন্তরীণ খিলান রয়েছে। মুসলিম ঐতিহ্যকে ধারণ করা এ ঐতিহাসিক ফটকের উপরেই রয়েছে অনন্য উচ্চতার লম্বা দু'টি মিনার। এ মিনার দু'টি সদরফটকটির নির্মাণ সৌন্দর্য স্থাপত্যশৈলীকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

পৃথিবীর প্রথম সৃষ্টি কাবা ঘর। আল্লাহর ঘর। এ ঘরকে ঘিরে যে মসজিদ তৈরি হয়েছে, তাকেই বলা হয় মসজিদুল হারাম। পৃথিবীর কোটি কোটি প্রাণ প্রতিদিন এ ঘর অভিমুখী হয়ে আল্লাহর ইবাদত-বন্দেগি করেন। মসজিদুল হারামে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চেয়ে এক লাখ গুণ বেশি সওয়াব হয়।