বর্তমানে খবরে রয়েছে ইরান। সম্প্রতি তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খুনের কারণে খবরে ছিল ইরান। এবার ইরান থেকে আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে, ইরান একদিনে ২৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বুধবার তেহরানের কারাগারে ২৬ জনকে এবং কারাজ শহরের কারাগারে আরও তিনজনকে ফাঁসি দেওয়া হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৯ জনের মধ্যে ২ জন আফগানিস্তানের নাগরিক। তাদের বিরুদ্ধে খুন, মাদক ব্যবসা ও ধর্ষণের অভিযোগ ছিল।
নরওয়ের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এবং ইরানের মানবাধিকার কেন্দ্রের বরাত দিয়ে এএফপি তাদের প্রতিবেদনে লিখেছে। এই দুটি সংস্থাও মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও, কিছু লোক এটাও বলছেন যে, ইরান ২০২২ সালের বিক্ষোভে জড়িতদের মৃত্যুদণ্ড দিচ্ছে, যাতে এটি জনগণের মধ্যে ভয় তৈরি করতে পারে।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর, ২০২২, কুর্দ সম্প্রদায়ের মাহসা আমিনি (২২) তেহরানে গ্রেফতার করা হয়েছিল। তিনি হিজাব পরেননি, তাই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, ১৬ সেপ্টেম্বরেই তিনি মারা যান। এর পর ইরানে ব্যাপক তোলপাড় শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইরানে ৮৫৩ জনকে ফাঁসির সাজা দেওয়া হয়, এরপর সৌদি আরবে ১৭২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটাও বলা হয় যে চীনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।
হিউম্যান রাইটস ইন ইরান সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় এতে মনোযোগ না দেওয়ায় ইরান সরকার আগামী মাসে কয়েকশ লোককে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। মঙ্গলবার, ইরানে একজন রক্ষীকে খুনের দায়ে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার সমালোচনা করা হয়।