২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:০৭:০৪ পূর্বাহ্ন


ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে লাখো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৪
ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে লাখো মানুষের বিক্ষোভ ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার রাতে ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী লাখো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।

ইরানের শাসকগোষ্ঠী এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেছেন। এতে ''শহীদ হানিয়া, জেরুজালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ'' লেখা দেখা গেছে।

ইস্তাম্বুলের ফাতিহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা ''খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও'', ''গাজা নগরী প্রতিরোধে ইস্তাম্বুলের সহস্র অভিবাদন''সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ইসমাইল হানিয়ার ওপর হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপকভাবে জড়িত বলে ধারণা করা হলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনও মন্তব্য করবে না।

এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তেহরানে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না।