২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:২৬:২৩ পূর্বাহ্ন


পাকিস্তানে সহিংসতার বলি ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৪
পাকিস্তানে সহিংসতার বলি ৩৬ ছবি: সংগৃহীত


এক টুকরো জমি নিয়ে দুই উপজাতীয় গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ। এই ঘটনায় কমপক্ষে ৩৬ জন মৃত এবং ১৬২ জন আহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুর্রাম জেলায় এই ঘটনাটি ঘটেছে।‌ রবিবার আধিকারিকরা এ তথ্য জানান।

আধিকারিকরা জানিয়েছেন, পাঁচ দিন আগে আপার কুর্রাম জেলার বোশেরা গ্রামে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। গ্রামটি এর আগে উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষের পাশাপাশি সাম্প্রদায়িক সংঘর্ষ এবং সন্ত্রাসী হামলা দেখেছে।

পুলিশ জানিয়েছে যে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুর্রাম জেলায় গত পাঁচ দিনে উপজাতি সংঘর্ষে ৩৬ জনের মৃত্যু এবং ১৬২ জন আহত হয়েছেন। পুলিশ বলেছে যে, আধিকারিকরা আদিবাসী প্রবীণ সামরিক নেতৃত্ব, পুলিশ এবং জেলা প্রশাসনের সহায়তায়, কিছু সময় আগে বোশেরা, মলেকেল এবং দুন্ডার এলাকায় শিয়া তথা সুন্নি জনজাতিদের মধ্যে একটি চুক্তি করায়। যদিও জেলার আরও কয়েকটি স্থানে এখনও গোলাগুলি চলছে। পাশাপাশি, একজন আধিকারিক বলেছেন যে, বাকি এলাকায়ও সংঘর্ষ-বিরতির চেষ্টা করা হচ্ছে।

পাকিস্তানি আধিকারিকদের মতে, গভীর রাত পর্যন্ত গুলি চলে। এ কারণে জেলায় বাজার ও স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তথ্য অনুযায়ী, পাকিস্তানে এই সহিংসতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরাও। অনেক জায়গায় সন্ত্রাসী হামলারও খবর পাওয়া গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সন্ত্রাসীরাও এই এলাকায় সক্রিয়। এমন পরিস্থিতিতে পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্যমতে, এখন ধীরে ধীরে সংঘর্ষে লিপ্ত আদিবাসী এই এলাকা ছেড়ে দিচ্ছে। স্থানীয় লোকজনের মতে, এই সংঘর্ষে রকেট লঞ্চারও ব্যবহার করা হয়।