০৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০৫:৪৬:০৫ পূর্বাহ্ন


ওমানের শিয়া মসজিদে হামলায় নিহত ৬!
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
ওমানের শিয়া মসজিদে হামলায় নিহত ৬! ছবি: সংগৃহীত


ওমানের রাজধানী মাসকটের মসজিদে হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক ভারতীয়ও। ওমানের ভারতীয় দূতাবাসের তরফে এই কথা জানানো হয়েছে।

গত ১৫ জুলাই ওই হামলা হয়েছিল। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় তরফে এ তথ্য প্রকাশ করেছেন।

ঠিক কী হয়েছিল? সোমবার রাতে ইমাম আলি মসজিদে হামলা চালায় তিন বন্দুকবাজ। শিয়া মসজিদের ওই হামলায় মোট ৬ জনের মৃত্যু হয়। আহত ৩০-এরও বেশি। পুলিশের পালটা গুলিতে হামলাকারীরাও নিকেশ হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন চারজন পাকিস্তানি। হামলার পিছনে কোনও জঙ্গি সংগঠন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ওই সময়ে মসজিদের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এশিয়ার বহু দেশ থেকেই অনেকে যোগ দিয়েছিলেন। আচমকাই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে চেষ্টা করেন আটকে পড়া তীর্থযাত্রীরা। মসজিদের সামনেও চাঞ্চল্য তৈরি হয়। সোশাল মিডিয়ায় এই হামলার নানা ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। হামলার তীব্র নিন্দা করেছে পাকিস্তান।