২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:৩৩:১৯ পূর্বাহ্ন


গাজায় ফের ইজরায়েলের বিমান হামলা! শিশুসহ নিহত ৯০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৪
গাজায় ফের ইজরায়েলের বিমান হামলা! শিশুসহ নিহত ৯০ ছবি: সংগৃহীত


ইজরায়েল শনিবার বলেছে যে তারা দক্ষিণ গাজা উপত্যকায় একটি বড় হামলায় হামাস সামরিক কমান্ডারকে লক্ষ্য করে। তবে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, এই হামলায় শিশুসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে।

হামাস ইজরায়েলের দাবী প্রত্যাখ্যান করেছে যে তাদের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ যে এলাকায় ইজরায়েলি হামলা হয়েছিল সেখানে ছিলেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন যে দেইফ এবং হামাসের দ্বিতীয় কমান্ডার রাফা সালামা হামলায় মারা গেছেন কিনা তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। হামলাটি এমন একটি এলাকায় হয়েছিল যেটিকে সেনাবাহিনী হাজার হাজার ফিলিস্তিনিদের জন্য নিরাপদ বলে ঘোষণা করেছিল।

মোহাম্মদ দীফের ব্যাপারে অনেকেই মনে করেন, তিনি ছিলেন ৭ অক্টোবর হামলার মূল ষড়যন্ত্রকারী। সেই হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয়েছিল, যার পরে ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়েছিল। ডিফ বহু বছর ধরে ইসরায়েলের ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছে। তিনি অতীতে বেশ কয়েকটি ইজরায়েলি হামলায় বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৯০ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র শুক্রবার বলেন যে গাজার সংঘাত শেষ হলে জবাবদিহিতা নির্ধারণ করা হবে। তিনি বলেন, "কিন্তু এখন মানুষ ক্ষুধার্ত। তাদের প্রয়োজন জল ও চিকিৎসা সহায়তা এবং আমরা যুদ্ধ অঞ্চলের মাঝখানে লোকদের সাহায্য করার চেষ্টা করছি। গত ৭ অক্টোবর হামাস-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।"