২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন


মানবশরীরে বার্ড ফ্লু আটকাতে নয়া উদ্যোগ ফিনল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৪
মানবশরীরে বার্ড ফ্লু আটকাতে নয়া উদ্যোগ ফিনল্যান্ডে ফাইল ফটো


নজির গড়তে চলেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। বিভিন্ন দেশে মানুষের শরীরেও বার্ড ফ্লু রোগের উপসর্গ দেখা দিচ্ছে। সংক্রমণ আটকাতে তাই খুব শিগগিরই ফিনল্যান্ডে মানুষকেও বার্ড ফ্লু রোধকারী টিকা দেওয়া হবে। সবাইকে নয়, আপাতত পোল্ট্রি ফার্মের কর্মচারী ও বিভিন্ন ল্যাবরেটরি ও পশুদের লোম নিয়ে কাজ করে যে সব খামার তাদের কর্মচারীদের এই টিকা দেওয়া হবে।

ফিনল্যান্ডের ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে বার্ড ফ্লু রোগ প্রতিরোধ করতে আগেভাগে টিকা দেওয়া হবে। খামারের কর্মীদের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, অ্যানিমাল কন্ট্রোল অফিসার, বিভিন্ন জঙ্গলে বন্য পাখিদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের টিকা দেওয়া হবে।

এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণের জেরে হয় বার্ড ফ্লু অসুখ। আক্রান্ত হাঁস, মুরগিদের গোটা বিশ্বেই মেরে ফেলা হয় রোগের সংক্রমণ আটকাতে। এখন গোরু এমনকি মানুষের মধ্যেও এই রোগ দেখা দিচ্ছে। এ বছর যদিও এখনও পর্যন্ত ফিনল্যান্ডে বার্ড ফ্লুর সংক্রমণের খবর মেলেনি তবুও আগেভাগে সতর্ক ফিনিশ সরকার।

আক্রান্ত পাখির সংস্পর্শে এলে লালা, বিষ্ঠার মাধ্যমে বার্ড ফ্লু'র সংক্রমণ ছড়ায়। আক্রান্ত পাখিদের ডায়েরিয়া, নিঃশ্বাসে কষ্ট, মাথা ফুলে যায় ও হঠাৎ মৃত্যু হয়। আক্রান্ত মানুষের সর্দিকাশি, মাথার যন্ত্রণা, গলা ব্যথা, জ্বর, নিউমোনিয়া হয়।