২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:২২:৪২ পূর্বাহ্ন


নেপালে ‌ধসের জেরে রাস্তা থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিখোঁজ অন্তত ৬০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৪
নেপালে ‌ধসের জেরে রাস্তা থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিখোঁজ অন্তত ৬০ ছবি: সংগৃহীত


ধসের জেরে দুটি বাস গিয়ে পড়ল নদীতে। প্রসঙ্গত, ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক জায়গায়। আর এই ধসের জেরে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ল দু'টি যাত্রীবোঝাই বাস। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে।

জানা গেছে দুটি যাত্রীবাহী বাসে ছিলেন অন্তত ৬৫ জন যাত্রী। তার মধ্যে ছ'‌জন ছিলেন ভারতীয়। এখনও অবধি নিখোঁজ রয়েছেন ৬০-এর বেশি যাত্রী। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে, সেটি চিটওয়ান জেলার অন্তর্গত নারায়নঘাট-মুগলিং রোডের অন্তর্গত সিমালতাল এলাকা। জায়গাটি রাজধানী কাঠমাণ্ডু থেকে ১০০ কিলোমিটার দূরে। চিটওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক খিমানন্দ ভুসল বলেছেন, '‌কতজন নিখোঁজ সেই সংখ্যা এখনও সঠিক জানা যায়নি। খরস্রোতা নদীতে অনেকেই ভেসে গেছেন।'‌ সূত্রের খবর, অন্তত তিন জন বাসযাত্রী বাস থেকে লাফ মেরে বেঁচে গিয়েছেন। বাকিদের খোঁজ চলছে।