২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০৮:৫৫:৩৬ অপরাহ্ন


দুটি দোকানে আগুন, প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৪
দুটি দোকানে আগুন, প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি দুটি দোকানে আগুন, প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ বাজারের মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর ও একটি কসমেটিকস এর দোকান ঘরে আগুন লেগে দুটি দোকানের মালপত্র পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এর মালিক জবাইদুর রহমান (৫৫) ও কসমেটিক দোকানের মালিক নূর মোহাম্মদ (৫০) জানায় গতকাল রাতে প্রতিদিদের মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকানে আগুন লেগেছে শুনে এসে দেখি প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা বলছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও জানান বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। এবং আমরা প্রাথমিকভাবে ধরানা করছি দুটি দোকানের প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।