০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৮:৩৭ অপরাহ্ন


সাপাহারে আ'লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হাফিজুল হক সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৪
সাপাহারে আ'লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাপাহারে আ'লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নওগাঁর সাপাহারে আ'লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলা আ'লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহরের প্রধান প্রদান সড়কে বিশাল র‍্যালি শেষে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও কেক কেটে আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীতে উপজেলা আ' লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহ-সভাপতি সাজেদুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সহ উপজেলা ও  ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।