২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০৭:১০:২৮ অপরাহ্ন


ঠাকুরগাঁওয়ে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক মতবিনিময় সভা
হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৪
ঠাকুরগাঁওয়ে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক মতবিনিময় সভা


ঠাকুরগাঁওয়ে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি নিয়ে নাগরিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বে-সরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর আয়োজনে ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বর্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়্যারম্যান দেবাশীষ দত্ত সমীর, প্যানেল মেয়র সুদাম সরকার, জেলা পরিষদ সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস। কে.এম সম্রাট আলী ও অধ্যাপক রুম্মান জামানের সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনা পর্বে স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন, আবু তোরাব মানিক, এস.এম জসিম উদ্দীন, রমজান আলী, জাহিদুল ইসলাম স্বপন, জাকির মুস্তাফিজ মিলু, খোদা বক্স ডাবলু, ফাতেমা তুস ছোগরা, সত্যজিত কন্ডু, মনোয়ারা বেগম, হাসান বাপ্পি।

এছাড়াও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন, মোহাম্মদ আলী, সুচরিতা দেব, মনোয়ারা বেগম, মুনমুন আক্তার,ঐশী প্রমুখ। মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিক নেতা,যুব নেতাসহ বিভিন্ন  সাংবাদকর্মীগণ জনপ্রতিনিধিদের সামনে ঠাকুরগাঁওয়ের স্থানীয় সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সমস্যা সমূহ সমাধানের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।