১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:৫২:০০ পূর্বাহ্ন


ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৪
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু ফাইল ফটো


ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে সানজিলা মার্ডি (৪২)নামে এক আদিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে ।

বৃহস্পতিবার (২০ জুন) ভোর রাতে উপজেলার জাবরহাট উইনিয়নের বড়বাড়ি চুনিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত সানজেলা মার্ডি বড়বাড়ি গ্রামের মৃত বুধরাই মার্ডির ছেলে। 

জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সানজিলা মাডি বাড়ির পাশে আম বাগান পাহাড়া দিচ্ছিল। ভোর রাতে হঠাৎ ঝড়বৃষ্টিসহ বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল আনাম ডন জানান, বজ্রপাতে এক আদিবাসীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।