২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:২১:৩৬ পূর্বাহ্ন


কিম-পুতিনের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৪
কিম-পুতিনের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ছবি: সংগৃহীত


ইউক্রেনের প্রতি আমেরিকা ও তার বন্ধু দেশগুলির ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার পুতিনের পিয়ংইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন। ২০০০ সালের জুলাই মাসের পর এটিই পুতিনের প্রথম পিয়ংইয়ং সফর। ইউক্রেনের প্রতি পশ্চিমীদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন পুতিন। তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা উন্নত করতে পারে মস্কো।

দুই নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। পুতিন বলেছেন, দুই দেশের যেকোনও একটি দেশ আক্রমণের শিকার হলে অপর দেশ সাহায্য করবে। এমনই বিষয় রয়েছে এই চুক্তিতে। উত্তর কোরিয়াকে সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। চুক্তিতে প্রকৃত অর্থে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে এটা ঘটনা, উত্তর কোরিয়াকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি যদি রাশিয়া দিয়ে থাকে তাহলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন মাত্রা পাবে। কারণ দক্ষিণ কোরিয়াকে সমর্থন করে আসছে আমেরিকা।