১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৪৭:২২ পূর্বাহ্ন


উখিয়ার পাহাড় ধসে ৯জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু !
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৪
উখিয়ার পাহাড় ধসে ৯জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু ! উখিয়ার পাহাড় ধসে ৯জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু !


প্রবল বৃষ্টির কারণে কক্সবাজার জেলায় ধসের কবলে রোহিঙ্গা শরণার্থীদের একাধিক শিবির। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ায় চারটি শরণার্থী শিবিরে পাহাড় ধসে অন্তত সাত জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মারা গেছে স্থানীয় দুই বাসিন্দা।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ এবং ১৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার (আরআরআরসি) মহম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত ৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮নম্বর শিবিরে ২জন, ৯ নম্বর শিবিরে ২’জন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের ৪জন এবং ১৪ নম্বর শিবিরে ১জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

তবে সংশ্লিষ্ট এলাকায় এখনও মাটি খুঁড়ে উদ্ধারের কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, আরও কিছু দেহ মাটির নীচে চাপা পড়েছে। উল্লেখ্য, মায়ানমারে গোষ্ঠীহিংসার জেরে ঘরছাড়া কয়েক লক্ষ রোহিঙ্গা প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে বাস করছেন। তাঁদের বড় অংশের ঠিকানা কক্সবাজার-সহ চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জেলা। মায়ানমারে সাম্প্রতিক গৃহযুদ্ধের জেরেও কয়েক হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।