২৩ জুন ২০২৪, রবিবার, ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৪
ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ


দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র নারী ও পুরুষের মাঝে এক লাখ টাকার নগদ অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ১ টায় উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ও অসহায়দের মাঝে অনুদানের অর্থ তুলে দেন অতিথিদ্বয়।