১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:১৯:৪৮ পূর্বাহ্ন


ব্যবসায়ীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, ২ পুলিশ সদস্য প্রত্যাহার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
ব্যবসায়ীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, ২ পুলিশ সদস্য প্রত্যাহার সংগৃহিত ছবি


লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথ রোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নারায়ণ বর্মণ ও মামুন মিয়া নামের দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১১ জুন) মধ্যরাতে তাদের প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নেওয়া হয়।

ভুক্তভোগী হাসমত আলী একজন ভুট্টা ব্যবসায়ী। তিনি জানান, মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার সাধুর বাজার থেকে পার্শ্ববর্তী ডিমলা উপজেলায় যাওয়ার পথে ফ্লাড বাইপাসের মাঝামাঝি স্থানে পথ রোধ করে দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লাখ টাকাসহ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। তখন হাসমত চিৎকার দিলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। এ সময় ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে লালমনিরহাট-নীলফামারী সড়কে বিক্ষোভ করতে থাকেন।

পরে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত জানান, ভুক্তভোগী হাসমত আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।