১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৪০:২৪ পূর্বাহ্ন


রাণীশংকৈলে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৪
রাণীশংকৈলে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু রাণীশংকৈলে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু


"স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রকিবুল হাসান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আর্নিকা আক্তারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সারাদেশের ন্যায় রাণীশংকৈলে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে স্থাপিত বিভিন্ন স্টলের মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত নানান বিষয়ে পরামর্শ এবং সেবা প্রদান করা হবে।