১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বঙ্গবন্ধু মেলা
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৪
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বঙ্গবন্ধু মেলা


দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৮ জুন) বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এবং নিজেদের অর্থায়নে দিনব্যাপী বঙ্গবন্ধু মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির নবম শ্রেণি কক্ষে এ মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় বালিকাদের দুটি দল দূরন্ত ও স্বাধীন এবং বালকদের দুটি দল অপরাজেয় ও বিজয় মোট চারটি দল নিজ নিজ প্রদর্শনী স্টল দেন। স্টলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়াবলি চিত্র ও তথ্য উপস্থাপন করে।
আয়োজিত মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের দাতা সদস্য সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিম, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
আলোচনা শেষে  শিক্ষার্থীদের পরিচালনায় বঙ্গবন্ধুর কারাগার জীবনীর নাটিকা মঞ্চস্থ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। শেষে মেলা পরিদর্শন করেন অতিথিদ্বয়।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের  প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে বঙ্গবন্ধু মেলার আয়োজন করেছে। তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধুকে দেখেনি। তবুও তারা পাঠ্যবইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সকল তথ্য ও উপাত্ত সাবলিলভাবে উপস্থাপন করেছে। যা অত্যান্ত ভালো লেগেছে।