১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ চলছে গণনা
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২৪
ফুলবাড়ীতে নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ  চলছে গণনা ফুলবাড়ীতে নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ চলছে গণনা


কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (৫ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৬৩টি কেন্দ্রে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে।

এ নির্বাচনে ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

 সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, উপজেলার কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে দায়িত্ব পালন করেছে। সন্ধ্যায় সবকেন্দ্রের ফলাফল হাতে পেলেই উপজেলা সভাকক্ষ কন্ট্রোলরুম থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।