২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৬:৪৩:৪৬ অপরাহ্ন


আসন্ন ভর্তি পরীক্ষায় গুচ্ছের বিপক্ষে মত ইবি শিক্ষকদের
ইবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২২
আসন্ন ভর্তি পরীক্ষায় গুচ্ছের বিপক্ষে মত ইবি শিক্ষকদের আসন্ন ভর্তি পরীক্ষায় গুচ্ছের বিপক্ষে মত ইবি শিক্ষকদের


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছের পক্ষে অবস্থান নিলে ভর্তি সংক্রান্ত কোনো কাজে অংশ না নেওয়ার ঘোষনাও দিয়েছেন তাঁরা। 

রোববার (৩ এপ্রিল) দুপুরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীবান্ধব মনে করা হলেও পরীক্ষার পরে আমরা দেখেছি এটি মোটেও শিক্ষার্থীবান্ধব নয়। এতে ভর্তিচ্ছুদের সময় ও আর্থিক হয়রানি বহুগুণে বেশি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে। সাংস্কৃতিক মননশীলতা কোনভাবেই এখানে তৈরি হবে না। বারংবার মেধাতালিকা প্রকাশ করার পরও প্রতিটি বিভাগেই আসন খালি থাকছে। এতে সেশনজট বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এসকল সমস্যা শর্তেও ইবি প্রশাসন যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয় তবে শিক্ষক সমিতির কোন সদস্য সে ভর্তি কার্যক্রমে অংশ নেবে না।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সময় সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এএইচ