২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:২১:৩৯ পূর্বাহ্ন


দূর্গাপুর থানার অপহরণ মামলার পলাতক আসামী রাজশাহী মহানগরীতে গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২৪
দূর্গাপুর থানার অপহরণ মামলার পলাতক আসামী রাজশাহী মহানগরীতে গ্রেফতার দূর্গাপুর থানার অপহরণ মামলার পলাতক আসামী রাজশাহী মহানগরীতে গ্রেফতার


রাজশাহী মহানগরীতে আব্দুর রহিম ওরফে তন্ময় (১৮) নামের দূর্গাপুর থানার অপহরন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (১ জুন) মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নদার্ন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাতক আসামী আব্দুর রহিম ওরফে তন্ময়, সে মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়ার জামাল আলীর ছেলে। 

শনিবার র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার রাত পৌনে ১১টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন নদার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে দূর্গাপুর থানার মামলা নং-৩/৭১, তাং— ০২/০৫/২০২৪ ইং, ধারা-৭/৩০ ২০০০  সালের নাঃ ও শিঃ নির্য়াতন দমন আইন সংশোধনী ২০০৩ এর এজাহারনামীয় পলাতক প্রধান আসামী  আব্দুর রহিম ওরফে তন্ময়কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, মামলা রুজুর পর থেকে বোয়ালিয়া থানা এলাকায় আত্মগোপন করেছিলো বলে স্বীকার করে।  এ দিন রাতেই গ্রেফতার আসামীকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা  হয়েছে ।