২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৫৪:২৫ পূর্বাহ্ন


মহানগরীতে ওয়ান শুটারগান ও পাউডার-সহ অস্ত্রকারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২৪
মহানগরীতে ওয়ান শুটারগান ও পাউডার-সহ অস্ত্রকারবারী গ্রেফতার মহানগরীতে ওয়ান শুটারগান ও পাউডার-সহ অস্ত্রকারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ২টি ওয়ান শুটারগান ও ২কেজি ২০০ গ্রাম গান পাউডার-সহ মোঃ রাকিবুল ইসলাম (২৩), নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ মে) দিনগত রাত সাড়ে ১১টায় মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রাকিবুল ইসলাম, সে মহানগরীর কাশিয়াডাঙ্গার চারখোটার মোড় এলাকার মোঃ হাবিলের ছেলে।  

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারে, গোদাগাড়ী হতে অবৈধ অস্ত্র-সহ ব্যাটারিচালিত ইজিবাইক যোগে জনৈক ব্যক্তি রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রামের আন্ধারকোটা মোড়ে একটি চেকপোস্ট পরিচালনা করে। পরে বর্নিত ইজিবাইক আসতে দেখে চেকপোষ্টে থামিয়ে তল্লাশী করে সীটের নিচে লুকানো অবস্থায় ২টি ওয়ান শুটারগান ও ২কেজি ২০০ গ্রাম গানপাউডার-সহ অস্ত্র কারবারী রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন ইজিবাইক চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী স্থান হতে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মহানগরীর দামকুড়া থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।