২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৫১:১৭ পূর্বাহ্ন


সাপ্তাহিক বাংলার বিবেক ৩য় বছর পূর্তী উপলক্ষে নগরীর সাহেব বাজারে র‌্যালি
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৪
সাপ্তাহিক বাংলার বিবেক ৩য় বছর পূর্তী উপলক্ষে নগরীর সাহেব বাজারে র‌্যালি সাপ্তাহিক বাংলার বিবেক ৩য় বছর পূর্তী উপলক্ষে নগরীর সাহেব বাজারে র‌্যালি


সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহী মহানগরীতে একটি  র‌্যালি করেছে সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার ও  বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

শুক্রবার দুপুর ১২টায় সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর মনিচত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সাহেব বাজারে জিরো পয়েন্টে এসে শেষ হয়। 

র‌্যালিতে নেতৃত্ব দেন সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোঃ আবু হেনা মোস্তফা জামান। 

এর আগে, সকাল ১০টায় র‌্যালিটি কাজলার মোড় হয়ে অক্ট্রয় মোড়ে ও তালাইমারী ট্রাফিক মোড়ে হয়ে পত্রিকাটির প্রধান কার্যালয়  গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দীন, নির্বাহী সম্পাদক মাসুদ রারা রাব্বানী, স্টাফ রিপোর্টার, জুবায়ের আলম রাজন, মোঃ কামাল হোসেন, মাসুদ আলী পুলক, ইব্রাহীম হোসেন সম্রাট, শেখ মোঃ রুমেল, আব্দুল্লাহ খালিদ অমি, মোজাম্মেল হক রনি, পরিমল কুমার ঘোষ মিঠু, তাহসীনুল আমিন রাহী, মিজানুর রহমান টনি, ইশতিয়াক আহমেদ পল্লব, রাবি প্রতিনিধি এম. শামীম, ফটো সাংবাদিক মোঃ পারভেজ হোসেন, মোঃ সুমন, মোঃ বাবুল, মামুনুর রহমান কাচু, আলাউদ্দিন, মোঃ রানা, মোঃ মোমিন, রাজিব আলী, মোঃ শাহাজাহান আলী, রায়হান আলী, মোঃ মোহন মোঃ আনোয়ার।

আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক রাতুল সরকার, প্রশান্ত সরকার, মোঃ বাপ্পি, সাব্বির, মোঃ রুবেল, মনিরুল ইসলাম মনি, মোঃ সুজন, মোঃ বাবু, মোঃ রয়েল, মোঃ সিহাব, মিজানুর রহমান মিজান, সোহরাব হাবিব, পদ্মা প্রেসক্লাবের সভাপতি, এহেসান হাবিব তারা, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরো, এ্যাড. নিজাম উদ্দীন প্রমূখ।