২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪২:২০ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২৪
রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


রাজশাহী মহানগরীর মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। 

বুধবার (২৯ মে) দিবাগত রাত ২ টায় মতিহার থানা এলাকায় তার নিজ বাসা হতে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাহিন আলম (২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া এলাকার মো: ফজলুর রহমানের ছেলে।

অভিযান পরিচালনা করেন মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর সঙ্গীয় ফোর্স। 

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহিনের বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি'র এসআই সাহাবুল ইসলাম গত ৬ জানুয়ারী ২০২০, রাত ১০টায় মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া এলাকা থেকে আসামি মো: শাহিনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই সাহাবুল ইসলাম আসামি শাহিনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: আসলাম হোসেন আসামি শাহিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি শাহিনকে এ সাজা প্রদান করেন।