২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৫২:৪৯ পূর্বাহ্ন


রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহীর বাঘা হতে ১০টি ওয়ান শুটারগানসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (২৯ মে) ভোর সাড়ে ৪টায় বাঘা থানাধীন আলাইপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ ব্যাপারী পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাঁকশী (গার্ড ব্যাংক পাড়া) গ্রামের মোঃ আইনুল ব্যাপারীর ছেলে।

বুধবার (২৯ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় গ্রেফতার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ ব্যাপারী রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে তার শ্বশুর বাড়ীতে বিপুল পরিমান অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে চারটায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শ্বশুরের বসতবাড়ী তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মোঃ আব্দুর রশিদ ব্যাপারী একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন প্রাইভেট চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি সংগ্রহ করে রাজশাহীসহ তার নিজ এলাকার অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে একজন এলাকার চিহ্নিত মাদক স¤্রাট। সে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় নিজ আধিপত্য বিস্তার করে মাদক কারবারসহ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিজের দখলে রেখেছিল। ইতিপূর্বে মাদক কারবারের কারণে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আটক হয়। 

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরূদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে।