রাজশাহীর গোদাগাড়ীতে ওয়ান শুটার গান ও বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ রাশিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ও অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৫ মে) ভোর সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১৪২ বোতল ফেনসিডিল ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
শনিবার সকালে র্যাব—৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার মোঃ রাশিকুল ইসলাম একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারী। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ইয়াবা-সহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।
শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিদিরপর গ্রামে রাশিকুল ইসলামের নিজ বসতবাড়ীতে একটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অস্ত্র-সহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।