রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা-সহ ৭জন মাদক কারবারী ও ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ বাবলু (৬২), সে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মৃত বয়নুদ্দিন শেখের ছেলে, একই থানার দাসপুকুর এলাকার মৃত জয়নুদ্দিনের ছেলে, মোঃ আশরাফ আলী (৫২), মোঃ বাদল (৪৪), সে সাং—চন্ডীপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, শ্রী অপু কুমার (২৪), সে বহরমপুর এলাকার শ্রী অখিল কুমারের ছেলে, মোঃ সজিব (২৬), সে তেরখাদিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে, মোঃ সোহেল (২৮), সে বহরমপুর এলাকার সাহেব আলীর ছেলে, নগরীর মতিহার থানার বসুয়া অচিনতলা এলাকার মৃত জান মোহাম্মদের ছেলে মোঃ মনির (৩৯) ও সিরাজুল ইসলামের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৪০), একই থানার মোঃ মেজদার আলী (৫৫), সে বসুয়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে, মোঃ উজ্জল (৫০), সে বসুয়া এলাকার মৃত আলী আকবরের ছেলে, একই এলাকার খোকন আলীর ছেলে মোঃ জনি (২৫), মোঃ হাবিবুরের ছেলে মোঃ উজ্জল (৩০), সাইদুর রহমানের ছেলে মোঃ আজিজুল (২৭), মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ফরহাদ (৩৪), মোঃ হাসান (৩৫), সে নতুন বিলশিমলা এলাকার তোতা বিশ্বাসের ছেলে, একই এলাকার একরামুলের ছেলে মোঃ এত্তাকুল হক (২৭), মোঃ মনিরের ছেলে মোঃ বন্ধন (২৬)।
শুক্রবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। এলাকার বিভিন্ন মাদকসেবীদের কাছে গাঁজা পুরিয়া হিসেবে বিক্রয় করে আসছে। ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং জনসাধারনের শান্তি বিনষ্ট ও বিরক্তি সৃষ্টি করছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ব্যপারে মহানগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।