রাজশাহীর গোদাগাড়ী হতে ১০১৫ লিটার চোলাই মদসহ মোছাঃ আরজান বেগম (৬৪) নামে এক কুখ্যাত মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ৭টায় গোদাগাড়ী থানাধীন মাদারপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ আরজান বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামের মৃত জাহির উদ্দিনের মেয়ে।
এসময় তার কাছ হতে ১০১৫ লিটার চোলাইমদ, ১৬টি মাটির পাত্র, ৩টি সিলভারের পাত্র, ৩টি প্লাস্টিকের ড্রাম ও ৫টি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, আরজান বেগম একজন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী। সে এলাকার একজন চিহ্নিত হেরোইন ও চোলাই মদের কারবারী। ইতিপূর্বে হেরোইন ও চোলাই মদের একটি বড় চালানসহ র্যাবের হাতে আটক হয়। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
গ্রেফকার মাদক সম্রাজ্ঞীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।