ষষ্ট দ্বিতীয় দাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুস সামাদ মোল্লা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত পুঠিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৮টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে।
সর্বশেষ ফলাফলে জানা যায়, এ্যাড. আব্দুস সামাদ মোল্লা 'রাজশাহী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক' (আনারস) প্রতীক ২৬ হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন ২৩ হাজার ৬৭৯ ভোট এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন ৯হাজার ৮৭২ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা (ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২৪ ও ইউএনও এ কে এম নূর হোসেন নির্ঝর মুঠোফোনে জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮২হাজার ১ জন। ভোট পড়েছে ৬২ হাজার ৭৩৮। প্রদত্ত ভোটের শতকরা হার- ৩৪. ৪৭%।